সম্প্রতি হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এরপর প্রধানমন্ত্রীর কথায় অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে ফের খেলায় ফিরেছিলেন তিনি। এখন বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ার পর সে কথাই মনে করিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা।
এক ভিডিও বার্তায় মাশরাফি বলেন, পৃথিবীর যেকোনো খেলোয়াড় যখন অবসরে যায়, তখন তাদের মন-মানসিকতা ভালো থাকে না। তারই বহিঃপ্রকাশ আমরা দেখেছি, যখন সে (তামিম ইকবাল) চট্টগ্রামে অবসরের ঘোষণা দিয়েছে। সে কিন্তু আবেগের কারণে কথা ঠিকভাবে বলতে পারেনি, কান্নাকাটি করেছে। তবে সেখানে ও কাউকে ব্লেইমও করেনি। মানে পরিষ্কারভাবে তামিম বুঝে-শুনে অবসরের গিয়েছে। তারপর কী হলো? বোর্ডের কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। কেন যোগাযোগ করতে চেয়েছিল, কারণ ওই মুহূর্তে তামিমের অবসরে যাওয়ার দরকার নেই। তখন প্রধানমন্ত্রী তামিমকে ডেকে অনেক্ষণ কথা বলেছেন। প্রধানমন্ত্রী চেয়েছিলেন তামিম যাতে বিশ্বকাপ খেলে। এরপর তামিমও মিডিয়ার সামনে এসে বলেছিল, ‘আমি অবশ্যই খেলব’।
মাশরাফি আরও বলেন, যে জিনিসটা প্রধানমন্ত্রী পর্যন্ত গড়াল, সেটা নিয়ে আর কোনো আলোচনার প্রয়োজন ছিল না। যদি টিমের কোনো আলোচনা থাকে সেটি কোচ-ক্যাপ্টেন-টিম ম্যানেজমেন্ট যারা আছে; তারা যদি ইন্ডিয়ায় গিয়ে যেটা করার সেটা করতো। পৃথিবীর সব দেশে, সব প্রফেশনাল টিমে এই জিনিসগুলা হয়।
ভিডিও বার্তায় মাশরাফির বলেন, সব প্রফেশনেই ম্যান ম্যানেজমেন্ট করে চলতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। তামিম অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে কোন জিনিস পছন্দ করে-কোনটা করে না সেটা আমরা সবাই জানি। সবাই জানে তাকে কোন জিনিস বললে সমস্যা হবে। তাই কাকে কোন জিনিস বলা যাবে কিংবা যাবে না, সেটা আমার মনে হয় আরেকটু ভেবেচিন্তে করা উচিৎ ছিল। কারণ ম্যান ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় তাহলে সবকিছু এলোমেলো হয়ে যায়।