প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। কিন্তু সেটি সীমাহীন নয়। আপনার প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল। সেটি আপনি উপলব্ধি করুন।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন করতে হবে। এর কোনো বিকল্প নেই। যতদ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। তা না হলে পৃথিবীর অন্যান্য দেশে যেমন অভ্যুত্থানের পর নানা অস্থিরতা দেখা গেছে, তেমনি বাংলাদেশেও দেখা দেবে। ইতোমধ্যে সমস্যা দেখা দিয়েছেও।
এসময় জুলাই সনদ নিয়ে তিনি বলেন, নোট অব ডিসেন্ট যদি না দেয়া যায় তাহলে তো আলোচনার দরকার ছিল না। জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব দিয়ে দিলেই হতো। সব প্রস্তাবে যদি সবাই একমত হতো, তাহলে এই দীর্ঘ ১২ মাসের চর্চার দরকার পড়ত না।