প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি কোনো কথার কথা বলিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চাই।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, উৎসবমুখর নির্বাচন করার জন্য যা যা দরকার আমরা করবো। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।
এসময় তিনি আরও বলেন, জাতি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। আগামী ১৭ অক্টোবর জুলাই সনদ সই হবে। কিন্তু জুলাই সনদ সই হয়ে গেলেই কাজ শেষ হয়ে যাবে না। এটা মস্ত বড় একটা অধ্যায় শেষ হলো। কিন্তু আরও বহু অধ্যায়ের সূত্রপাত হবে। কাজেই সেইভাবে আমরা আগাবো। পাঠ্যবইসহ নানা জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়ার কাজ করতে হবে। বিষয়গুলো জনগণের কাছে প্রচার করতে হবে। সামাজিক মাধ্যমেও প্রচারের ব্যবস্থা করতে হবে। প্রচার করলে সবার কাছে বিষয়টি পরিষ্কার হবে।
বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।