জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার রাজধানী অটোয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, লিবারেল পার্টি উত্তরসূরী নির্ধারণ না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন।
২০১৫ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়া ট্রুডো টানা প্রায় ১০ বছর ক্ষমতায় ছিলেন। জনপ্রিয়তা ও দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রেকর্ড গড়লেও সাম্প্রতিক বছরগুলোতে আবাসন সংকট ও ব্যয়বৃদ্ধি মোকাবিলায় সরকারের ব্যর্থতার কারণে তার জনপ্রিয়তা কমতে থাকে।
গত অক্টোবরের নির্বাচনে দলের ভরাডুবি এবং ডিসেম্বরে অর্থমন্ত্রীর পদত্যাগের পর দলীয় নেতাদের চাপে পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
চলতি বছরের অক্টোবরে নির্বাচনের আগে লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করবে। ট্রুডো জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।
সূত্র: রয়টার্স, এনডিটিভি