শেখ হাসিনার পুরো পরিবার চোর: আসিফ নজরুল

দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, শেখ হাসিনার পুরো পরিবার চোর।

সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, দুর্নীতি একটা গ্রহণযোগ্য মবে পরিণত হয়েছিল। কেউ কোনও প্রশ্ন করতো না। অবৈধ বিত্ত নিয়ে গর্ব করতো। দুর্নীতি যে খারাপ জিনিস এটা মনে করার সংস্কৃতি পর্যন্ত উঠে গিয়েছিল। আমরা দেখলাম একজন বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে বলে হাসতে হাসতে জাতির সামনে বলছেন।

তিনি বলেন, দেখা হলে আওয়ামী লীগ নেতারা বলতেন আপা তো কিছু করতে পারতেন না ওনার ছোট বোনের (শেখ রেহানার) জন্য। বিভিন্ন আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কে। সালমান এফ রহমান কার ক্যাশিয়ার, পলক কার ক্যাশিয়ার। সবাই শুনেন নাই? দুদক ছিল, উচ্চ আদালত ছিল। কোনো বিচার হয়েছে? কোনো বিচার হয়নি। বিচার হতো খালেদা জিয়ার। তিন কোটি টাকা ছয় কোটি হয়েছে, একটা টাকা আত্মসাৎ হয়নি। প্রক্রিয়াগত ভুলের কারণে তিনবারের প্রধানমন্ত্রীকে দুদক ও বিচার বিভাগ মিলে ১০ বছরের সাজা দিয়েছে। অথচ শেখ হাসিনার পুরো পরিবার চোর ছিল, তিনি সারা দেশে ঘুরে বলে বেড়াতেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে। তার সামনে কেউ কোনও কথা বলতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল। বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল।

তিনি বলেন, দুর্নীতিবাজদের তো মোনাজাতই কবুল হয় না। চোর, দুর্নীতিবাজরা কোন বিশ্বাসে নামাজ পড়ে? ২-৩ বার হজ করে আমি বুঝি না।

দুদকের সচিব খোরশেদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।