বাংলাদেশের পতাকা অবমাননা করায় ভারতে গ্রেফতার ৩

বাংলাদেশের পতাকা অবমাননা করার অভিযোগে ভারতে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দু সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এসময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

ভারতীয় পুলিশ এ বিষয়ে কিছু জানায়নি। তবে বজরং দলের স্থানীয় নেতা বাপন বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিন জনের নাম রিপন চ্যাটার্জি, আর্য দাস ও সুবীর দাস।

এর আগে, গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার পর দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়। শুধু তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়।